মঙ্গলবার ● ৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দীঘিনালায় কিশোরীর লাশ উদ্ধার
দীঘিনালায় কিশোরীর লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা মেরুং ইউনিয়নের ১টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সালমা আক্তার ১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) রাত আড়াইটার দিকে রশিক নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কিশোরী মেরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: সোবাহানের মেয়ে।
এ বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক জানান, রশিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাশটি পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। কিশোরীর গলায় গামছা প্যাঁচানো ছিল ও এতে কয়েকটি গিঁট দেওয়া ছিল। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।