বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীকে মানিকছড়িতে গ্রেফতার
৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীকে মানিকছড়িতে গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে মানিকছড়ি থানা পুলিশ। আটক নারী সুমি আক্তার (৩৫) বড়ডলু ডিপিপাড়ার মো: মনির হোসেনের স্ত্রী।
বুধবার (৬ মার্চ) রাতে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার আব্বাছিয়ার পুল নামক স্থান থেকে মামলা নং-০২, তাং-১৮/০৪/২০১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিল ৯(খ), জি আর নং-১২৬/১৮ এর ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডের ওয়ারেন্ট ভুক্ত ও পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
মানিকছড়ি থানার ওসি মো: ইকবাল উদ্দিন জানান, পলাতক আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে পাঠানো হয়েছে।