শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সন্দ্বীপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সন্দ্বীপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
মাহমুদুল হাছান, সন্দ্বীপ প্রতিনিধি :: বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের উদ্যেগে সংস্থার শিবের হাট কার্যলয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সকালে র্যালি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, র্যালি ও সমাবেশে নারী প্রগতি সংঘের দল সদস্য, ইয়ুথ সদস্য,কমিনিউটি ফোরাম সদস্যসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালিটি স্হানীয় শিবের হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নারী প্রগতি সংঘ অফিস প্রঙ্গনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের ব্যাবস্হাপক মোঃ শামসুদ্দীনের সভাপতিত্বে এবং উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সারিকাইত ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, নারী নেত্রী আনোয়ারা বেগম, কহিনুর বেগম, শিল্পী রানী মজুমদার, ফোরাম নেতা আবদুল জলিল, ইয়ুথ সদস্য সানজিদা আকতার, বিএনপিএস এমএফটি ইউনিট ম্যানোজার মোঃ সানাউল্লাহ, ব্রাঞ্চ ম্যানোজার সাহাবউদ্দীন, সমাবেশে বক্তরা বলেন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস, ১৮৫৭ সালে আমেরিকার একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা ১৬ ঘন্টা শ্রমের পরিবর্তে ৮ ঘন্টা শ্রম নির্ধারণ এবং কর্ম পরিবেশ উন্নয়নের জন্য আন্দোলনের ডাক দেন, পরবর্তী সময়ের নারী আন্দোলনের ধারাবাহিকতা ১৯১০ সালে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেত্রী ক্লারা জেসমিনের প্রস্তাব অনুযায়ী এ দিনটিকে নারী দিবস হিসাবে পালন করার দিন হিসাবে গৃহীত হয়। ১৯৭৪ সালে জাতিসংঘ ৮ মার্চ কে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে সৃকৃতি দেয়। সমাবেশে আর ও উপস্থিত ছিলেন সংস্থার প্রগ্রাম অর্গানাইজার মোঃ রাশেদ, ফরিদা ইয়াসমিন, বিপ্লব গুহ, কিরণ চন্দ্র ও সাবিনা ইয়াসমিন।