মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক জব্দ : আটক-২
মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক জব্দ : আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪৫ বস্তা চিনি বোঝাই ট্রাকসহ ২ চোরা কারবারীকে আটক করেছে পুলিশ।
সোমবার ১৮ মার্চ রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার মীর হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৫) ও পানছড়ি উপজেলার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম (১৮)।
জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বস্তা চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।