মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কলম একাডেমি লন্ডন আয়োজিত ইফতার মাহফিল
কলম একাডেমি লন্ডন আয়োজিত ইফতার মাহফিল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: কলম একাডেমি লন্ডন এর চট্টগ্রামের আন্দরকিল্লা জি.এ ভবনের স্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ মার্চ শনিবার আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি কবি ও সাংবাদিক করুণা আচার্যের সভাপতিত্বে ও কামরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি নুরুল কবির করিমী, কবি কুতুবউদ্দীন বখতেয়ার, কলম একাডেমি লন্ডন সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের উপদেষ্টা শাহাদাত হোসেন পলাশ, কবি আরিফুর রহমান আরিফ, কবি জামাল চৌধুরী বিপ্লব, লন্ডন থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। এতে আরও উপস্থিত ছিলেন, কবি মজিবুর রহমান, কবি আবু সুফিয়ান, বেলাল হোসেন, কবি আব্দুল হাকিম, কবি ও গীতিকার সুরকার হোসেন ইব্রাহিম, মনন কবি এস এম জাহাঙ্গীর হাসান, কবি আবু মোস্তফা নাঈম, কবি মহিউদ্দিন, কবি ইদ্রিস খান, আনিসুল কাদের, অধ্যাপক সেলিমুজ্জামান মজুমদার, কবি ও সাংবাদিক বিপুল বড়ুয়া, আফিফা আবিয়াত, আবৃত্তিকার প্রতিমা বড়ুয়া, প্রান্তিকা বড়ুয়া, শিশু সাহিত্যিক ও সম্পাদক অমিত বড়ুয়া, কবি ফিরোজ শাহ বাপ্পি, শিশু সাহিত্যক সুসেন কান্তি দাশ, সাংবাদিক ইউনুস মেহেদী, আফনান রহমান, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সাফওয়ান আদিল, মোহাম্মদ জয় ইসলাম, নারায়ণ দে, মো. বেলাল হোসেন সিরাজী প্রমুখ। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে বিশিষ্ট সংগঠক ও লেখক মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশকে কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান কলম একাডেমি লন্ডন এর সকল নেতৃবৃন্দ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবি আরিফুর রহমান আরিফ।