সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাইফুল হক দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন
সাইফুল হক দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঈদ উৎসবের আগেই অভাবী, নিঃস্ব ও অসহায় পরিবারসমূহের কাছে খাবার বা নগদ টাকা পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গরীবের প্রণোদনার অর্থ নিয়ে দুর্নীতি, অনিয়ম ও দলবাজী কঠোর হস্তে বন্ধ করারও তিনি আহ্বান জানান।
বিবৃতিতে একই সাথে তিনি মহামারী দুর্যোগে সর্বশান্ত হওয়া শ্রমজীবী-মেহনতিসহ স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন তাদের এই মানবিক সহযোগিতা লক্ষ লক্ষ পরিবারের দূদর্শা খানিকটা হলেও দূর করতে পারে।
তিনি এখনও পর্যন্ত বেশকিছু গার্মেন্টস করখানায় বেতন ও উৎসব ভাতা পরিশোধ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং অবিলম্বে তাদের যাবতীয় বকেয়া পরিশোধ করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ থেকে সবাই মহামারী দুর্যোগকালেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, লক্ষ লক্ষ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।