রবিবার ● ১৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে বাংলা নববর্ষ-১৪৩১ পালিত
ঘোড়াঘাটে বাংলা নববর্ষ-১৪৩১ পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলা নববর্ষ-১৪৩১ পালিত হয়েছে।
রবিবার পহেলা বৈশাখ সকাল ৮ টায় বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ অনেকে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলের মাঝে বাংলার ঐতিহ্যবাহী খাবার হিসেবে পেঁয়াজ, শুকনো ও কাঁচা মরিচ, মাছ, আলু ভর্তা সহ পান্তা ভাত খাবার পরিবেশন করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লোক সংগীত, দেশীয় নাচ গান, লাকী কুপন ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়।