বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘোড়াঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ঘোড়াঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এ সময় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।