মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » আনসারের অস্ত্রলুটের ঘটনায় রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন কারাগারে
আনসারের অস্ত্রলুটের ঘটনায় রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন কারাগারে
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমায় আনসার বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন সদস্য সন্দেহে গ্রেপ্তার রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও এক নারীসহ ৭জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটাই বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আসামিরা হলেন : রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকার লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেকলিয়ান বম (৩২), ছাত্রলীগের সভাপতি
ভান মুন নোয়াম বম (৩৩) , লালমিন বম (৫০), বান্দরবান সদর উপজেলার লাইমি পাড়ার মৃত সিয়াম ময় বমের ছেলে ভানবিয়াক লিয়ান বম (২৩)।
আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামি ও সন্ত্রাসবিরোধী আইনে একজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
অপরদিকে দলিয় গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা- পরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন জনিত কর্মকাণ্ডের লিখতে থাকার অভিযোগে গতকাল ২৩ এপ্রিল রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বম(৩৩)কে বহিষ্কার করেছে জেলা কমিটি ।
উল্লেখ্য রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।