শনিবার ● ৪ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শান্তিনীড় সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠন
শান্তিনীড় সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের কার্যকরী কমিটির পুনর্গঠন করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতির পদসহ কয়েকটি পদের পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে শান্তিনীড় উপদেষ্টা অধ্যক্ষ নুরুল আফছার এর সভাপতিত্বে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনকে সভাপতি এবং সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলমকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচন করা হয়।
এতে অন্যান্য পরিবর্তিত পদে নির্বাচন করা হয়, পূর্বের যুগ্ম সম্পাদক শেখ কামরুল হাসান নিজামীকে সহ-সভাপতি, কার্যনির্বাহী সদস্য রাজু কুমার দে কে যুগ্ম সম্পাদক, সংগঠনের সিনিয়র সদস্য ফজলুল করিমকে কার্যনিবাহী সদস্য মনোনীত করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা সাবেক কাষ্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, কক্সবাজারের টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, শান্তিনীড়ের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত সোহাগ।
এসময় নব নির্বাচিত সদস্যরা তাদের বক্তব্যে বলেন, শান্তিনীড়ের প্রয়াত সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন হলেন মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের আইডল, তিনি ছিলেন শান্তিনীড়ের নিবেদিত প্রাণ। আমরা শান্তিনীড়কে সেই ভাবে পরিচালিত করবো যাতে আশরাফ উদ্দিনকে মিরসরাইয়ের মানুষ আজীবন মনে রাখে। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রয়াত সভাপতি বেঁচে থাকবেন।
এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক সবুজ কুমার সেন, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের আকস্মিক মৃত্যুতে সংগঠনের সভাপতির পদটি শুন্য হয়। এর আগে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে সভাপতি মোঃ আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ আগামী ৩ বছরে জন্য পুনঃনির্বাচিত হন। ১৭ ডিসেম্বর ১৯ সদস্যের নতুন পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছিলো।