বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৭শত পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার-২
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৭শত পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার-২
রাঙামাটি :: আজ ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার উন্নয়ন বোর্ড এলাকায় মাদক কেনাবেচা হয় মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রাপ্ত হয়।
সংবাদ প্রাপ্তির সাথে সাথেই অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, পিপিএম এর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী এর তত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই(নিঃ) মো. ইলহাম উল হক ও অফিসার-ফোর্সের সমন্বয়ে কোতয়ালী থানার একাধিক টিম।
এসময় রাঙামাটি পৌরসভাস্থ উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাড়ির মালিক খালেদা আক্তার বেবীর সহযোগীতায় তার বাড়ির ভাড়াটিয়া দিলু আরা প্রকাশ ইমু এর ভাড়া বাসায় বাড়ীওয়ালা ও অন্যান্য ভাড়াটিয়াদের উপস্থিতিতে বাসার বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ৭শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে অভিযুক্ত ২জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন : দিলু আরা প্রকাশ ইমু (২৮), পিতা-গোলাম কাদের, মাতা-লায়লা বেগম, সাং-পূর্বপাড়া, ০২নং ওয়ার্ড, ০১নং মাতারবাড়ী ইউপি, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার ও রাশেদ হাসান মেহেরী প্রঃ রাশেদ (৩৫), পিতা-মুহাম্মদ হাসান মেহেরী, মাতা-রৌওশন আক্তার, গ্রাম-ফুলের ডেইল, ১নং ওয়ার্ড, ০২নং হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার রাঙামাটি আদালতের মাধ্যমে রাঙামাটি জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।