বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটির মাদক সম্রাট খোকন ইয়াবাসহ আটক
রাঙামাটির মাদক সম্রাট খোকন ইয়াবাসহ আটক
নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটি জিমনেসিয়ামের পিছনে বসতঘর থেকে রাঙামাটির মাদক সম্রাট মো. খোকনকে ইয়াবাসহ আটক করেছে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাঙামাটি জেলা কার্যালয়, ক্রমিক নং-২১, তারিখ- ২৪/০৬/২০২৪খ্রি. এজাহার সূত্রে জানাযায়।
গত সোমবার ২৪ জুন-২০২৪ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ফোর্স সালাহউদ্দিন কাদের, আরিফ উদ্দিন মোমেন ও রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার এস আই, আবুল কালাম (নি.) এবং রাঙামাটি পুলিশ লাইনের পুলিশ ফোর্স মেহেদী, ইউনুছ, প্রসেনজিৎসহ সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নিয়ে রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন কে কে রায় সড়ক, ০৮নং ওয়ার্ড বড়ুয়া পাড়া জিমনেসিয়ামের পিছনে গ্রেফতারকৃত আসামীর সেমিপাকা বসতঘর থেকে সকাল ০৭টা ৫০ মিনিটের দিকে বসতঘরে প্রবেশ করে তল্লাশি করে আসামীর খাটের উপর বিছনার নিচে একটি সাদা রং এর প্লাস্টিকের জিপারের ভেতর ১০ পিস এ্যামফিটামিন ট্যাবলেট যার বানিজ্যিক নাম ইয়াবা ও আসামীর পরিহিত প্যান্টের বাম পকেট তল্লাশি করে একটি সাদা রং এর প্লাস্টিকের জিপারের ভেতর ০৩ পিস মোট ১৩ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এসময় মৃত নুরুল হক মিয়া পুত্র মো. খোকন (৩৩) মাতা- রাবেয়া বেগম, সাং- কে. কে. রায় সড়ক,রাঙামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ড (বড়ুয়া পাড়া), থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটিকে ঘটনাস্থলে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. খোকন একজন অট্রোরিক্সা চালক বর্তমানে সে রাঙামাটির মাদক সম্রাট নামে পরিচিত ।
তার বসতঘরে ও নিজ দখলে সংরক্ষণ করিয়া মাদকদ্রব্য রাখার অপরাধ করায় আসামীর বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
কোতয়ালী থানার মামলা নং- ১৬ তারিখ-২৪/০৬/২০২৪ ইংরেজি | ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০ (ক)।
বিষয়টি নিশ্চিত করেছেন এমামলার বাদি রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আবুবকর সিদ্দিক।