বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটি - কাপ্তাই সড়কে চোলাইমদসহ আটক-২
রাঙামাটি - কাপ্তাই সড়কে চোলাইমদসহ আটক-২
নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটি - কাপ্তাই সড়কের বড়াদাম বার্গী লেকের সামনে রাস্তার উপর থেকে ২ চোলাইমদ পাচারকারীকে আটক করেছে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাঙামাটি জেলা কার্যালয়, ক্রমিক নং-২৩, তারিখ-২৫/০৬/২০২৪ খ্রি. এজাহার সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার ২৫-জুন-২০২৪ তারিখে সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ফোর্স সালাহউদ্দিন কাদের, সনজয় রুদ্র, এসটান চাকমা ও আরিফ উদ্দিন মোমেন এর সমন্বয়ে একটি রেইডিং টিম নিয়ে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন রাঙামাটি- কাপ্তাই সড়কের বড়াদাম বার্গী লেকের সামনে রাস্তার উপর দাঁড়ানো আসামী মো. হাসান ও মো. রহিমকে ঘেরাও করে আটক করা হয়।
আসামীদের দেহ তল্লাশি করে মো. হাসানের ডান হাতে ধরা একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ০২টি প্লাস্টিকের জ্যারিকেনে চোলাইমদ প্রতিটিতে ১০লিটার করে ২০ লিটার ও ০৭টি প্লাস্টিকের বোতলে চোলাইমদ প্রতিটিতে ০২লিটার করে ১৪ লিটার চোলাইমদ, মোট ৩৪লিটার এবং মো. রহিমের ডান হাতে ধরা অপর একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ০২ টি প্লাস্টিকের জ্যারিকেনে প্রতিটিতে ১০লিটার করে ২০লিটার চোলাইমদ ও ০৫ টি প্লাস্টিকের বোতলে চোলাইমদ প্রতিটিতে ০২লিটার করে ১০লিটার মোট ৩০লিটার সর্বমোট ৬৪ লিটার চোলাইমদ জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত আসামী ওলিউল্লাহর পুত্র মো. হাসান (৩০) মাতা-আয়েশা বেগম, সাং-আরেফিন নগর, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম ও নূরুল আমিনের পুত্র মো. রহিম (২৭) মাতা- রশিদা বেগম, সাং- ফাঁসিয়াখালী গাবতলী বাজার, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার।
তাদের উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় বর্ণিত শাস্তিযোগ্য অপরাধ করায় আসামীদের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার বাদি রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী উপ পরিদর্শক মো.মনিরুজ্জামান।