শনিবার ● ১৯ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ইউপি নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনায় ব্যাস্ত প্রার্থীরা
ঝালকাঠিতে ইউপি নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনায় ব্যাস্ত প্রার্থীরা
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় ব্যাস্ত প্রার্থীসমর্থকরা। আজ শনিবরা দুপুরে কৃত্তিপাশা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহীম কৃত্তিপাশা বাজার থেকে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এর আগে তিনি নৌকা প্রতিকের প্রার্থী সমর্থকদের হামলা ও হুমকিতে নির্বাচনি প্রচারনা করতে পারেনি বলে অভিযোগ করেছেন আনারশের প্রার্থী রহীম।
তিনি আরো বলেন,নৌকার ক্যাডার বাহিনী তার প্রচার প্রচারনা, পোষ্টার লিফলেট বিতরনে বাধা, মাইক ভাংচুর কর্মাী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
২১ তারিখে নির্বাচন সুষ্ঠ হলে ও সাধারণ মানুষ তাদের ইচ্ছামত ভোট দিতে পারলে বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে জানান আব্দুর রহীম।