শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ঢাকা :: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন তাঁর মৃত্যুতে জাতি তার এক সূর্যসন্তান হারিয়েছে। তিনি ছিলেন এক মহান দেশপ্রেমিক।
তিনি বলেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এদেশের বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সমর্থক হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।এজন্য তাকে জেল-জুলুম,নির্যাতন- নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে।সাম্যবাদে বিশ্বাসী প্রকৌশলী শহীদুল্লাহ আজীবন পুঁজিবাদ - সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী ছিলেন।
তিনি বলেন, জাতীয় স্বার্থে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসাবে তিনি ঞ্জ ভূমিকা পালন করেন। এই আন্দোলনের সিপাহসালার হিসাবে সুন্দরবনসহ জাতীয় সম্পদ রক্ষায় তিনি দেশের জনগণকে জাগিয়ে তুলেছিলেন।
তিনি বলেন, প্রকৌশলী শহীদুল্লাহর জীবন জাতীয় সম্পদ রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বদ্ধ ও অনুপ্রাণিত করবে।
তিনি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।