শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণটিকা ক্যাম্পেইনে স্বাস্থ্য অধিদপ্তরের বারবার সিদ্ধান্ত পরিবর্তন জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে
গণটিকা ক্যাম্পেইনে স্বাস্থ্য অধিদপ্তরের বারবার সিদ্ধান্ত পরিবর্তন জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে গণটিকা প্রদান ক্যাম্পেইন সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর তথা সরকারের সমন্বয়হীনতা ও বারবার সিদ্ধান্ত পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, এর ফলে জনগণের মধ্যে মারাত্মক বিভ্রান্তি ও হতাশা তৈরী হয়েছে। দেশের অধিকাংশ মানুষ এখনও জানেনা কোথায়, কখন, কিভাবে টিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়ায় এই বিভ্রান্তি আরও বেড়েছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তহীনতা,সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা পরিহার করে টিকাদান ক্যাম্পেইন কার্যকরি করার আহবান জানান।
তিনি ১৮ বছরের উপর সবাই গণটিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার দাবি জানান। একই সাথে তিনি যার যা পরিচয়পত্র আছে তার ভিত্তিতে টিকাকেন্দ্রে উপস্থিত সবাইকে টিকা দেবার আহবান জানান।
তিনি টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্কদের পাশাপাশি উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত গারমেন্টস শ্রমিকসহ শ্রমজীবী - মেহনতি মানুষকে অগ্রাধিকার দেবার দাবি জানান।
বিবৃতিতে তিনি টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সকল রাজনৈতিক দল,সামাজিক - সাংস্কৃতিক সংগঠন, ছাত্র- যুবক ও সামাজিক ভাবে গণ্যমান্য ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানান। এব্যাপারে সরকারকেও দলীয় সংকীর্ণতা পরিহার করে সংশ্লিষ্ট সবাইকে টিকাদান ক্যাম্পেইনে যুক্ত করা প্রয়োজন।