সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটি এফপিএবি জেলা শাখার স্বেচ্ছাসেবীদের নির্বাচন ২০২৪-২০২৭ মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাঙামাটি এফপিএবি জেলা শাখার স্বেচ্ছাসেবীদের নির্বাচন ২০২৪-২০২৭ মত বিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি পার্বত্য জেলা শাখায় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে শাখা কার্যনির্বাহী পরিষদ নির্বাচন “২০২৪-২০২৭”মেয়াদে এক মত বিনিময় সভা গত শনিবার ১২ অক্টোবর-২০২৪ সকাল ৯টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন এফপিএবি রাঙামাটি পার্বত্য জেলা শাখার আজীবন সদস্য ও এমিরিটাস সভাপতি বিশিষ্ট সাংবদিক একেএম মকছুদ আহমেদ।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি শাখার আজীবন সদস্য মো. হাবিবুর রহমান, মহতী চাকমা, নির্মল বড়ুয়া মিলন, ইন্দ্র দত্ত তালুকদার, এফপিএবি রাঙামাটি শাখার জেলা কর্মকর্তা ডাঃ ক্যয়েং চাক, শাখার আজীবন সদস্য রেহানা বেগম, আবুল কালাম আজাদ, সাহিদা আক্তার, শাখার শুভাখাঙ্খি নুরুলআফসার, মো. আলী বাবর, সাইফুল ইসলাম শাকিল, মো. আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, আনোয়ার আজিম ও এমাদুল ইসলাম।
আলোচনা সভায় এফপিএবি রাঙামাটি শাখা সম্মানিত স্বেচ্ছাসেবীদের মত বিনিময় সভায় আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটি শাখার আজীবন সদস্য নির্মল বড়ুয়া মিলনকে প্রধান নির্বাচন কমিশনার, রাঙামাটি শাখার আজীবন সদস্য মো. জসিম উদ্দিনকে নির্বাচন কমিশনার সদস্য ও এফপিএবি রাঙামাটি শাখার জেলা কর্মকর্তা, পদাধীকার বলে ডাঃ ক্যয়েং চাক-কে সদস্য সচিব হিসাবে নিয়োগ প্রদানে সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় এফপিএবি রাঙামাটি শাখার জেলার শতাধিক আজীবন সদস্য, শাখার কর্মকর্তা-কর্মচারীগণ এবং শাখার শুভাখাঙ্খিরা উপস্থিত ছিলেন।
এফপিএবি রাঙামাটি শাখার ২০২৪-২০২৭ মেয়াদে শাখা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য আজীবন সদস্য ও এমিরিটাস সভাপতি বিশিষ্ট সাংবদিক একেএম মকছুদ আহমেদ শাখার সকল আজীবন সদস্যদের সহযোগিতা কামনা করেন।