শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: বৃহস্পতিবার ২৫৬৮ বুদ্ধাব্দ, ১৭ অক্টোবর-২০২৪ ইংরেজি তারিখ চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত জিনলংকার মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সহ সভাপতি ভদন্ত শাসনবংশ মহাথেরো ।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব শান্তির দূত, ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস বাংলাদেশের সভাপতি ও আন্তর্জাতিক চীফ কর্ডিনেটর ডঃ রাজু সাহা ও চট্টগ্রাম শাখার মহাসচিব প্রকৌশলী সমীরন বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতি সভাপতি ভদন্ত রতনপ্রিয় মহাথেরো।
অনুষ্ঠানে বিশেষ ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন, জানারখীল জ্ঞানরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়বোধি থেরো।
এই মহতী অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস, চট্টগ্রাম শাখার , চীফ কর্ডিনেটর, ও হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ থেরো ।
এসময় বিশিষ্ট ব্যাংকার কাঞ্চন বড়ুয়া, প্রকৌশলী শৈবাল বড়ুয়া ও শিক্ষাবিদ রাতুল বড়ুয়াসহ ভূজপুরের ঐতিহ্যের হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটির উপদেষ্টাগণ, সদস্যগণ, শত-শত দায়ক-দায়ীকা, উপাসক-উপাসিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই মহতী অনুষ্ঠানে মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, বন্যা দূর্গত সময়ে মানব সমাজ, জাতি, স্বধর্মের সেবার কাজের স্বীকৃতি স্বরুপ স্বর্ণ পদক দিয়ে ভদন্ত বিজয়ানন্দ থেরোকে অভিনন্দন জানান World peace Ambassador. United international peace Bangladesh president and International Chief cordinetor Dr. Raju Saha.