সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ছোটহরিণায় ২০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ আটক করেছে ১২ বিজিবি
ছোটহরিণায় ২০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ আটক করেছে ১২ বিজিবি
বরকল প্রতিনিধি :: গতকাল রবিবার ২৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক রাত সাড়ে ১১টায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধীনস্থ বড়হরিণা বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২৩৩২/২-আরবি-১ হতে আনুমানিক ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন নদীতে ভাসমান অবস্থায় ৯ শত ৮৮ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়েছে।
যার আনুমানিক মূল্য ২০ লক্ষ ১১ হাজার ৫৬৮ টাকা। আটককৃত সেগুন গোলকাঠ রাঙামাটি বনবিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।