শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সাইফুল হক গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন
সাইফুল হক গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মঞ্চের পরবর্তী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মঞ্চের অন্যতম শীর্ষ নেতা জননেতা সাইফুল হক। এর আগেও ২০২৩ সালে তিনি মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।
গতকাল নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গনতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ।
শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচী
আগামীকাল ১০ নভেম্বর সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সকাল ৮.৩০এ গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।