রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা জ্ঞাপন
শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা জ্ঞাপন
আজ সকালে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকীতে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নূর হোসেনের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।নূর হোসেন স্কয়ারে নূর হোসেন স্মৃতিবেদীতে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গনতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায় ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, মঞ্চের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, বাবুল বিশ্বাস, মনিরুল হুদা বাবন, আকবর খান, আলিফ দেওয়ান প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংগিকার ব্যক্ত করেন।