শিরোনাম:
●   ঝটিকা মিছিল করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই ●   পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক ●   কাউখালীতে মারমা তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ●   বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু ●   অন্তর্বতীকালিন সরকারের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় : জুঁই চাকমা ●   অবিলম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ করতে হবে : গণতন্ত্র মঞ্চ ●   পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত ●   ফটিকছড়িতে হালদা নদীতে পরে যুবকের মৃত্যু ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালো রাঙামাটি জেলা পরিষদ ●   অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ড্রাইভারকে অপহরণের ঘটনায় পিসিপির নিন্দা ●   কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি ●   সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও ●   রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব পালিত ●   ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ●   মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ●   রাউজানে ২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার ●   গণঅভ্যুত্থানের পরেও যদি নির্বাচনের দাবি তুলতে হয় সেটা বিব্রতকর ●   কাপ্তাইয়ে পালিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব ●   রাজস্থলীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » আমরা বাঙালি নই, পার্বত্য চট্টগ্রাম তথা দেশের ক্ষুদ্র বড়য়া জনগোষ্ঠী
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » আমরা বাঙালি নই, পার্বত্য চট্টগ্রাম তথা দেশের ক্ষুদ্র বড়য়া জনগোষ্ঠী
২৯১ বার পঠিত
রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমরা বাঙালি নই, পার্বত্য চট্টগ্রাম তথা দেশের ক্ষুদ্র বড়য়া জনগোষ্ঠী

--- পলাশ চাকমা, রাঙামাটি :: আমরা বাঙালি নই, পার্বত্য চট্টগ্রাম তথা দেশের ক্ষুদ্র বড়ুয়া জনগোষ্ঠী অথচ আমাদেরকে বাঙালি চাপিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামেও দীর্ঘ বছর ধরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই বড়ুয়া জনগোষ্ঠী বাঙালি নয়, বাংলাদেশী তাই আমাদের অধিকারও নিশ্চিত করতে হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে গঠিত অন্তর্বতী পরিষদে বড়ুয়া জনগোষ্ঠী থেকে এক জন সদস্য অন্তর্ভুক্তির করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া সহ রবিবার ১৭ নভেম্বর সকালে শহরের কোর্ট বিল্ডিং এলাকার কসমস রেস্টেুরেন্টের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন বীরমুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, বড়ুয়া জনকল্যাণ সংস্থা’র পক্ষে আহবায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব ধীমান বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনগণের অপরিচিত এবং ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী। এমনও আছে একই পরিবারের একাধিক সদস্য রয়েছে, যা বর্তমান অন্তবর্তী সরকারের সুনাম দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে। সেই সাথে চরম বৈষম্যেরও সৃষ্টি হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বড়ুয়া জনগোষ্ঠী বাঙালি নয়, বাংলাদেশী ও পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম তথা দেশের বৌদ্ধ ক্ষুদ্র জনগোষ্ঠী। স্বাধীনতার পর থেকেই এ পর্যন্ত কোন সরকারই বড়ুয়া জনগোষ্ঠীকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আসছে। রাজনৈতিক পঠপরিবর্তনে বিভিন্ন সময়ে দাবির করলেও বর্তমান অন্তবর্তী সরকার কর্তৃক পুনগর্ঠিত তিন পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠী থেকে কোন সদস্য নিয়োগ বা অন্তর্ভুক্ত করা হয়নি যা দুঃখ জনক। জেলা পরিষদ পুর্নগঠনে বড়ুয়া জনগোষ্ঠীর কোনো সদস্যের নাম না থাকায় চরম বৈষম্যের স্বীকার হয়েছে। তাই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অর্ন্তভুক্ত করার জন্য অন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, জেলা পরিষদ গঠনে এবার কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বরকল থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাই নানা মহলে চলছে সমালোচনা। এই পরিষদে হত্যা মামলার আসামিকেও সদস্য হিসেবে রাখার গুঞ্জন উঠেছে। নবগঠিত এই পরিষদ থেকে বিতর্কিতদের বাদ দিয়ে সংস্কারের দাবি জানিয়ে এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চার উপজেলার সুশীল সমাজের নেতারা প্রতিবাদ করে আসছে। সংস্কার করে বঞ্চিতদের অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন করে দ্রুত পরিষদ ঘোষণার দাবিও জানান। সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার বরাবের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাছলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অন্তবর্তীকালীন চেয়ারম্যানসহ ১৫ সদস্য বিশিষ্ট রাঙাামাটি জেলা পরিষদের অন্তবর্তী পরিষদ গঠিত হয়। এর পর থেকেই এ পরিষদের বিরুদ্ধে নানান বৈষম্যের অভিযোগ করে আসছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন।





আর্কাইভ