মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » করোনা মহামারী ও রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার
করোনা মহামারী ও রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের দুর্দিনে দেশপ্রেমিক ও জনবান্ধব রাজনীতিকদের আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার। মহামারী ও রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকেরা যদি দায়িত্ব ও ঝুঁকি না নেন তাহলে আগামীতে দেশকে আরো ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, করোনা ও সরকার মিলে গণতান্ত্রিক ধারার রাজনীতি ও রাজনীতিকে ঘরে বন্দী রেখে দিতে সক্ষম হয়েছে। করোনা দুর্যোগ ও কর্তৃত্ববাদী শাসন থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে একদিকে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ আর অন্যদিকে রাজপথে ব্যাপক গণঐক্য-গণসংগ্রামম জোরদার করতে হবে। প্রবীণ বিপ্লবী জননেতা পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্টি আয়োজিত শ্রদ্ধাজ্ঞপন অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, খন্দকার আলী আব্বাস ছিলেন সমাজ পরিবর্তনের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধদ জননন্দিত ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতা ও সংগঠক। ব্যক্তিগত কোন প্রলোভনের কাছে তিনি আত্মবিক্রি করেননি। দেশের সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্র্রণী ভূমিকা রেখেচেন। কৃষক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, হার না মানা এই নেতার জীবন ও কর্ম আরো বহুদিন বিপ্লব আকাঙ্খি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বেলা ১১ টায় সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংহতি মিলনায়তনে প্রয়াত নেতা খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে একে একে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাজ্জাদ জহির চন্দনের নেতৃত্বে সিপিবি, বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বাসদ, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, মোশারফ হোসেন নান্নু’র নেতৃত্বে ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ফখরুদ্দীনন কবীর আতিতকের নেতৃত্বে বাসদ (মার্কসবাদী), বেলাল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনন, বাসদ (মাহবুব), সমাজতান্ত্রিক আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয় গণতান্ত্রিক গণমোর্চা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ, শেখ আবদুন নুরের নেতৃত্বে সোনার বাংলা পার্টি, সংহতি সংস্কৃতি সংসদ, বিপ্লবী ছাত্র সংহতি, শ্রমজীবী নারী মৈত্রী, বিপ্লবী চলচ্চিত্র সংহতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী গার্মেন্টসস শ্রমিক সংহতি, গরীব মুক্তি আন্দোলনসহ বিভিন্ন দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খন্দকার আলী আব্বাসের রাজনৈতিক জীবনী পাঠ করেন বিপ্লবী ওয়াকার্স পার্টির নেতা বহ্নিশিখা জামালী। সমগ্র অনুষ্ঠানে শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
সকালে নবাবগঞ্জে আলী আব্বাসের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পার্টির কেন্দ্রীয় নেতা শাহাদাৎ হোসেন খোকনসহ ঢাকা জেলার নেতৃবৃন্দ। পার্টির বিভিন্ন জেলায়ও এই কর্মসূচি পালন করা হয়।