রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: শুক্রবার ০৩ জানুয়ারি-২০২৫ মানবতার সেবার সংগঠন ধাম্মামিশন ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরের হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি দান ও সীবলী মূর্তি দান,অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহতী পুণ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সহ-সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথেরো ।
পূর্ণময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা জ্যোতি প্রজ্ঞাবংশ ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত সাধনানন্দ মহাথেরো ।
অনুষ্ঠানে প্রধান জাতি হিসেবে উপস্থিত ছিলেন বালুখালী জগৎজ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো ।
মহতিপূর্ণ অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘমিত্র থেরো ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জানারখীল জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়বোধি থেরো ।
বিশেষ ধর্ম দেশ হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বোধিশ্রী ভিক্ষু ।
বিশেষ ধর্ম দেশ হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জয়পাল ভিক্ষু ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু,ধাম্মামিশন ফাউন্ডেশনের সভাপতি ভদন্ত বিজয়ানন্দ থেরো ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা কাঞ্চন বড়ুয়া, স্বপন বড়ূয়া, বিনাজুরীর স্বপন বড়য়া।
উদালিয়া শত শত মানুষের উপস্থিতিতে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে একটি প্রাণবন্ত পুণ্যময় অনুষ্ঠান সুসম্পাদিত হয়।