
শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মহালছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
মহালছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মার্চ মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার কর্ম পরিষদ ও শুরা সদস্য মহালছড়ি উপজেলা সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. ইউসুফ, ছাত্র-শিবিরের জেলা সভাপতি মো. মাইনউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিক নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী ও গনমাধ্যম কর্মীরা।
ইফতার মাহফিলে বক্তরা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোন প্রকার দূর্নীতির কাজে সম্পৃক্ত হয়না।
জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে দেশ হবে দূর্নীতিমুক্ত, থাকবে না কোন জুলুম, নির্যাতন, গুম, হত্যা, অপহরণের মতো কোনো অপকর্ম। মুসলিমদের পাশাপাশি অমুসলিমদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে।
পরিশেষে স্বৈরাচারী হাসিনাসহ তার দোসরদের বিচার দাবী করা হয় এবং আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনাসহ আন্দোলনে শহীদদের জন্য দোয়া কামনা করা হয়।