
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে ইউএনওর মধ্যস্থতায় কলেজের জমি জটিলতার সমাধান
ঈশ্বরগঞ্জে ইউএনওর মধ্যস্থতায় কলেজের জমি জটিলতার সমাধান
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার সমাধান হয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদের মধ্যস্থতায়।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক আলোচনায় সকল পক্ষের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হলে কলেজের দাতা সদস্য আব্দুল কুদ্দুস (সাবেক ইউপি সদস্য) কলেজের নামে রাস্তার পাশে থাকা ১০ শতক জায়গা দান করার সিদ্ধান্ত নেন। এতে করে কলেজের মাঠে আরও সুন্দর পরিবেশ তৈরি হবে এবং প্রতিষ্ঠানটির উন্নয়নকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।
এ আলোচনায় উপস্থিত ছিলেন উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, কলেজের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর উন্নতির জন্য সকলের সহযোগিতা প্রয়োজন, এমন কথা সভায় উঠে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এরশাদুল আহমেদ বলেন, “দীর্ঘদিনের অমিমাংশিত বিষয়টির সমাধান হয়েছে। ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এবং সবাই সম্মিলিতভাবে কলেজের উন্নয়নে একত্রিত হয়েছে। এই ধরনের সমাধান আরও আগে করা হলে অনেক আগেই বিষয়টি নিষ্পত্তি হতো।” এখন থেকে আমরা সবাই মিলে কলেজেটির ভবিষ্যত উন্নয়ন ও সার্বিক পরিবেশ সুন্দর রাখতে আরও তৎপর থাকব।” কলেজের জমি সংক্রান্ত জটিলতা মীমাংসিত হওয়ায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে বলে তিনি আশা করছেন।