
বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » ইসলামী ছাত্র আন্দোলন এর উদ্যোগে রাঙামাটিতে সুন্নাহ সামগ্রী বিতরণ
ইসলামী ছাত্র আন্দোলন এর উদ্যোগে রাঙামাটিতে সুন্নাহ সামগ্রী বিতরণ
মোস্তফা কামাল রাজু :: ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১১ টা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বিভিন্ন এলাকায় ও রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সুন্নাহ সামগ্রী (টুপি, মিসওয়াক) বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মদ হোসাইন মল্লিক। অতিথিবৃন্দ ও সুন্নাহ সামগ্রী বিতরণ রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু ছৈয়দ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক মুহা. ইকবাল হোসাইন, গণিত বিভাগের প্রভাষক মো. শরফুদ্দিন রাসেল এর কাছে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা দায়িত্বশীলরা সুন্নাহ সামগ্রী (টুপি, মিসওয়াক) হাদিয়া দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় ইমাম হোসাইন কুতুবী কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কামরুল হাসান সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা মোহাম্মদ জয়নাল অর্থ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা মোহাম্মদ ইব্রাহিম খলিল দাওয়াহ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা এছাড়াও জেলা কমিটির অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা আশা প্রকাশ করে যে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুন্নাহ চর্চা ও ইসলামী সংস্কৃতির প্রসার ঘটবে। সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।