
শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাজস্থলীতে ভদন্ত উঞানুত্তর মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
রাজস্থলীতে ভদন্ত উঞানুত্তর মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী :: পার্বত্য চট্টগ্রামের ৭তম বৌদ্ধ সংঘরাজ ও রাজস্থলী উপজেলার লংগদু পূন্যবাসন পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সংঘ নায়ক ভদন্ত উঞানুত্তর মহাথেরোর অন্তোষ্টিক্রিয়া নানা আয়োজনে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃতদেহকে নিয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সইং নৃত্য পূজা অর্চনা আর প্রার্থনার মধ্য দিয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
শনিবার ২২ মার্চ বিকালে লংগদু পাড়ার পাশে বিশাল জমির প্রাঙ্গনে ডং বাজীর মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ পোড়ানো হয়।
এই অনুষ্ঠানে হাজরো মানুষ ভিড় জামায় রাজস্থলী উপজেলার লংগদু পাড়ায়।
জানা যায়, রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পূন্যবাসন পাড়ার বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সংঘ নায়ক ভদন্ত উঞানুত্তর মহাথেরোর মৃত্যুর ৪ মাস পর এই বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হল। ২০২৪ সালের ডিসেম্বরে ৯১ বছর বয়সে এই বৌদ্ধ ভিক্ষু পরলোক গমন করেন।
ঐতিহ্যবাহী রীতিতে বিশেষ প্রক্রিয়ায় এই মৃতদেহ এতদিন কফিনে সংরক্ষণ করা হয়েছিল।
এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় অনুষ্ঠান স্থলে।
এদিকে ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, রামগড় মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুমনা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সাবেক সভাপতি ভদন্ত সমা মহাথের,ঞানা মহাথের, উত্তিমা মহাথের, ইন্দ্রাচারিয়া মহাথের, ঞানা মহাথের, ক্ষেমাছারা মহাথের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ।
এসময় জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান সহ রাজস্থলী উপজেলার বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ দায়ক-দায়িকা বৃন্দ উপস্থিত ছিলেন।