
সোমবার ● ৩১ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ফটিকছড়িতে পবিত্র ঈদুল ফিতর উদযাপান
ফটিকছড়িতে পবিত্র ঈদুল ফিতর উদযাপান
ফটিকছড়ি প্রতিনিধি :: ফটিকছড়িতে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
৩১ মার্চ ঈদের দিন উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নতুন জামা কাপড় পরে নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া পাড়া প্রতিবেশি আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার দৃশ্য লক্ষণীয়।
উপমহাদেশের অন্যতম আধ্যাত্বিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯ টায়। নামাজে আওলাদেপাকগণের সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেক ভক্ত অংশগ্রহণ করেন। নামাজ শেষে আওলাদেপাকগণের সাথে শুভেচ্ছা বিনিময় ও আউলিয়াগণের মাজার শরীফ জেয়ারত করেন।
এদিকে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরাও নেতাকর্মী এবং সাধারনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ফটিকছড়িবাসী।
মোহাম্মদ আরিফুল ইসলাম নামের যুবক বলেন,ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। ঈদে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো অন্যরকম আনন্দ।