
বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে রাউজান প্রবাসীর মৃত্যু
ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে রাউজান প্রবাসীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে দোলন মহাজন (৫৫) নামে চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের সুরেশ মহাজনের ছেলে।
শনিবার (২৯ মার্চ) সেই দেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। দোলন মহাজন দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে দর্জির কাজ করতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাসায় মৃত্যু হয়।
জানা যায়, দোলন মহাজনের দুই ছেলে রয়েছে। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বাগিনা বাবলু মল্লিক জানান, দুই বছর আগে দেশে ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে আবারোও মামা ওমানে আসেন। এই ঈদের পরে ঈদে আসার কথা ছিলেন। মামার লাশ উদ্ধার করে ওমানের পুলিশ হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তার মরদেহ ওমানের ইবরিতে একটি হাসপাতালের মর্গে আছেন। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছি।