
বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের ঈদ পরবর্তী মিলন মেলা
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের ঈদ পরবর্তী মিলন মেলা
রাজু :: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ এপ্রিল দুপুর ১২টায় কলেজের মুক্তমঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সক্রিয় নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন, শরীফুল ইসলাম শাকিল, ওমর মোরশেদ, রাসেল ইসলাম, আমজাদ হোসেন, বাহাদুর শাহ, আবু আবরার আলভি, শহিদুল ইসলাম, ইলেন বড়ুয়া, আলভি হাসান নাইম, তানভির ইসলাম মাহি, পাবেল সরদার, আরিফুল ইসলামসহ আরও অনেকে।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতারা ঈদের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “প্রতি বছর ঈদ আসে খুশি ও সৌহার্দ্য নিয়ে। এটি ধনী-গরিব নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা সৃষ্টি করে। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ সৈরাচারমুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা সত্যিই আনন্দের।”
নেতাকর্মীরা আরও বলেন, “বিগত বছরগুলোতে আমাদের অনেক নেতাকর্মী পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতেন, কিন্তু এবার সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছেন, যা আমাদের জন্য বিশেষ আনন্দের। আমরা চাই, এ ধরনের আয়োজন প্রতি বছর অব্যাহত থাকুক যাতে ছাত্রদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও দৃঢ় হয়।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। আলোচনা ও কোলাকুলির মধ্য দিয়ে মিলন মেলা এক প্রাণবন্ত আয়োজনের রূপ নেয়।
ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন মিলন মেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পায়।