
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙ্গুনিয়াতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা দিলীপ বড়ুয়ার মৃত্যু
রাঙ্গুনিয়াতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা দিলীপ বড়ুয়ার মৃত্যু
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়াতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা দিলীপ বড়ুয়ার মৃত্যু হয়েছে।
চট্রগ্রাম-রাঙামাটি সড়ক রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় আজ শুক্রবার ৪ এপ্রিল-২০২৫ বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
একটি সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দিলীপ বড়ুয়া (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি রাঙামাটি কোতোয়ালী থানার গর্জনতলীর বাসিন্দা প্রয়াত সুভল চন্দ্র বড়ুয়ার ছেলে।
সিএনজি অটোরিকশার নাম্বার রাঙামাটি থ-১১-১৩৯৭ এই গাড়ির মালিক রাঙামাটি শহরের বলে জানা গেছে।
এ ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নয়ন (২০) ও নিলুপার (৫০) আহত হয়েছেন। তারা উভয়েই রাঙামাটির লংগদুর বাসিন্দা।
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মৃত দিলীপ বড়ুয়া রাঙামাটি মাইক্রো সমিতির সহ সভাপতি দায়িত্বে ছিলেনl
মৃত দিলীপ বড়ুয়ার মৃতদেহ তার নিজ বাসভবন গর্জনতলীতে রাখা হয়েছে।
শ্রমিক নেতা দিলীপ বড়ুয়ার মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া ও সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু ও সদস্য সচিব ধীমান বড়ুয়া, রাঙামাটি মাইক্রো সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন গভির শোক প্রকাশ করেছেন এবং মৃত দিলীপ বড়ুয়ার শোক সন্তপ্ত পবিরারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।