
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মুখে কালো কাপড় বেধেঁ রাঙামাটি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি
মুখে কালো কাপড় বেধেঁ রাঙামাটি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি
রাজু :: গাজা ও রাফায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ ৮ এপ্রিল ২০২৫ সকাল ১১টায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে অবস্থান নেয়। তারা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে বলেন, “ইসরায়েলের সেনারা গাজা ও রাফায় শিশু, নারী ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করছে। গাজা আজ মৃত্যু উপত্যকা। আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যা দেখেও নিরব দর্শক হয়ে আছে—এটি অত্যন্ত লজ্জাজনক।”
তাঁরা জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজা ও রাফায় এই মানবতাবিরোধী বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ৭ এপ্রিল ‘The World Stops for Gaza’ কর্মসূচিতে সংহতি প্রকাশ করছে।”
রাঙামাটি সরকারি কলেজের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শরীফুল ইসলাম শাকিল, ওমর মোরশেদ, পারভেজ হাওলাদার, আমজাদ হোসেন, বাহাদুর শাহ, রাসেল আহমেদ, ইরফান, আবু আবরার আলভি, রেজাউল ইসলাম, নিশাদ ইসলাম, শহিদুল ইসলাম, তানভির ইসলাম মাহি, রাফিন আহমেদ, পাবেল সরদার ও আরিফুল ইসলাম প্রমূখ।
কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নেতাকর্মীরা ফিলিস্তিনের শহীদ ও যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।