
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ইজরায়েলি পণ্য বর্জনে হিলফুল ফুযুলের লিফলেট বিতরণ
ইজরায়েলি পণ্য বর্জনে হিলফুল ফুযুলের লিফলেট বিতরণ
রাজু :: গাজা ও ফিলিস্তিনে ইজরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে হিলফুল ফুযুল রাঙামাটি জেলার উদ্যোগে আজ ৮ এপ্রিল ২০২৫ বাদ মাগরিব বনরূপা বাজার এলাকায় ইজরায়েলি পণ্য বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ ও পোস্টার লাগানোর কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বনরূপা জামে মসজিদের সামনে ইজরায়েলি পণ্যের তালিকা প্রদর্শন করেন এবং বিকল্প পণ্যের তালিকা সম্বলিত পোস্টার লাগিয়ে জনসাধারণকে সচেতন করেন। বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ইজরায়েলি পণ্য বিক্রি ও ব্যবহার পরিহার করতে অনুরোধ জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল-আমিন তৌফা, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
হিলফুল ফুযুলের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।