
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বলী খেলা
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বলী খেলা
রাজু :: পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিহু, চাংক্রান, পাতা-২০২৫ উদযাপনের অংশ হিসেবে রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলী খেলার আয়োজন করা হয়।
শুক্রবার ১১ এপ্রিল বিকেলে চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বয়সের ২২ জন প্রতিযোগী অংশ নেন। বড়দের বিভাগে খাগড়াছড়ির খবংপুড়িয়া এলাকার সৃজন চাকমা চ্যাম্পিয়ন হন, এবং মহালছড়ি উপজেলার বাবু মারমা দ্বিতীয় স্থান অধিকার করেন।
দুপুরের পর থেকেই স্টেডিয়ামের গ্যালারিতে পাহাড়ি জাতিগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরসহ স্থানীয় বাঙালি দর্শকরা ভিড় করতে শুরু করেন। বিকেল ৪টায় শুরু হওয়া এই খেলায় দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খেলার প্রতিটি মুহূর্তে তাদের উচ্ছ্বাস ও উত্তেজনা মুখরিত করে তুলেছিল পুরো স্টেডিয়াম।
অনুষ্ঠানটি বিঝু, সাংগ্রাই, বৈসু, বিহু, চাংক্রান, পাতা-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার নেতৃত্বে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা। এছাড়া উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদারসহ পাহাড়ি সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উৎসবের আয়োজন ৯ এপ্রিল থেকে শুরু হয়ে চার দিন ধরে চলে। প্রথম দিনে ছিল রঙিন শোভাযাত্রা, দ্বিতীয় দিনে পাহাড়ি জুম্ম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, তৃতীয় দিনে বলী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং শেষ দিন শনিবার ভোরে পানিতে ফুল ভাসানোর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। এর আগে, ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছিল।