
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে জীবনের বিনিময়ে নির্মিত হচ্ছে স্পীড ব্রেকার
ঈশ্বরগঞ্জে জীবনের বিনিময়ে নির্মিত হচ্ছে স্পীড ব্রেকার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার দুর্ঘটনা প্রবণ এলাকা আশ্রবপুর ও কুমড়াশাসন নামক স্থানে অসংখ্য মানুষের প্রাণহানির পর এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভের মুখে দুটি স্পীড ব্রেকার নির্মাণ করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী বলেন, এই দুর্ঘটনা প্রবণ স্থানে স্পীড ব্রেকার নির্মাণের দাবী দীর্ঘদিনের। স্থানীয় প্রশাসন এবং জনপথ বিভাগ দাবীটি পূরণ করছে অনেক জীবনের বিনিময়ের পর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবীটি এতদিন আমলে না নেয়ায় গত ছয়মাসে প্রায় দশজন নিহত হয় এবং চল্লিশ জনের মতো যাত্রী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। গত ৭ এপ্রিল উপজেলা সদর আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে নুসরাত জাহান তন্বী (১৫) প্রাইভেট পড়া শেষে ঈশ্বরগঞ্জ থেকে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে আশ্রবপুর মসজিদ সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ১০ ম শ্রেণির ছাত্রী তন্বী নিহত হয়। এসময় আরো ২ জন গুরুত্বর আহত হন। এঘটনায় স্থানীয় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুদ্ধ জনতা রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেন। প্রশাসনের প্রতিশ্রুতি ও বিক্ষুদ্ধ জনতার দাবীর মুখে সড়ক ও জনপথ বিভাগ ৮ ও ১০ মার্চ আশ্রবপুর ও কুমড়াশাসন নামক ঝুঁকিপূর্ণ স্থানে দুটি স্পীড ব্রেকার নির্মাণ করে দেন। স্পীড ব্রেকার নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, মহাসড়কে স্পীড ব্রেকার স্থাপনের কোন নিয়ম নেই। তারপরও প্রশাসন ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে দুর্ঘটনা এড়াতে স্পীড ব্রেকার নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, বর্তমান প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছে সেটা আরো আগে নেয়া উচিত ছিল। গতি নিয়ন্ত্রণ ও জীবন রক্ষার স্বার্থে উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক নির্মাণ করা হবে।
ঈশ্বরগঞ্জে বিএনপির জনসভা
ঈশ্বরগঞ্জ :: তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মগটুলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে নবাবগঞ্জ বাজারে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় মগটুলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরহাদ উদ্দিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
উপজেলা বিএনপি’র সদস্য মোজাহিদুল ইসলাম, জাকির হোসেন নয়ন ও উসমান গনী বকুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর-রশিদ, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট সাহজাহান কবীর সাজু, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, মগটুলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, যুবদল নেতা আল-আমিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হেসেন চকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল সকল জনগণ ভোগ করবে। তাই জনগণের মাঝে আমরা ৩১ দফা সম্পর্কে প্রচার ও আলোচনা করে যাচ্ছি।
দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন অন্যায়, অত্যাচার, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। এ সময় বক্তারা আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি দেশের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।