শিরোনাম:
●   রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত ●   রাঙামাটিতে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান ●   বর্ষবরণে ফটিকছড়িতে মেলা ●   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ●   রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা ●   রাঙামাটিতে বাংলা নববর্ষের বর্ণিল শোভাযাত্রা ‎ ●   ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ৫জনকে পিটিয়ে আহত ●   ফটিকছড়িতে জৌলুস নেই হালখাতা অনুষ্ঠানের ●   রাউজানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত-৭ ●   সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবীব ●   ফটিকছড়িতে ঐতিহ্যের বলী খেলা ●   ❝বিঝু (Bizu)❞ চাকমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ●   রাঙামাটির বিলাইছড়ির অত্যন্ত গহীন ও দুর্গম পার্বত্য অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করেদিলেন বিজিবি ●   আত্রাইয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা ●   বৈসাবি উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ ●   বিশেষ ক্ষমতা আইনে মেঘনার দণ্ডাদেশ অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার বিষয় ●   কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে ফুল বিঝু উদযাপন ●   কাপ্তাইয়ে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের ঐতিহ্যবাহী বিষু উৎসব শুরু ●   কুষ্টিয়াতে চাচার ধর্ষণের শিকার ১৩ বছরের শিশু নবজাতকের জন্ম দিল ●   রাঙ্গুনিয়া থানার ওসি’র সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা
৩০ বার পঠিত
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে হিন্দু ছেলের সাথে প্রেমে ব্যর্থ হয়ে মুসলমান মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার খনজোর গ্রামে।
জানা যায়, ওই গ্রামের রফিকুল ভান্ডারির কলেজ পড়ুয়া মেয়ে তানিয়া সুলতানা রিতুর (১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমার (৩৫)। মোহন্ত কুমার রিতুকে প্রাইভেট পড়ানোর সুবাদে গত প্রায় ৩ বছর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি মোহন্ত অন্যত্র বিয়ে করলেও রিতু তাকে বিয়ে করতে অনড় থাকে। মোহন্ত তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সে গতকাল সকালে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

গাজায় শহীদদের মাগফিরাত কামনায় আত্রাইয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত
আত্রাই :: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় নওগাঁর আত্রাই উপজেলার বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসার শ্রেণী কক্ষে সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা মোনাজাতে অংশ নেয়। তারা সমবেতভাবে ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, ‘ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক। বিশ্ববাসীর কাছে আবেদন জানাই, ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।

বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারি শিক্ষক হাবিবুল্লাহ বলেন, ‘ইসরায়েলের বর্বরোচিত হামলায় শিশুদের হত্যার দৃশ্যে আমাদের সন্তানের মুখ আমরা দেখতে পাই, যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ আমাদের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে যাচ্ছে।

সেই তাড়না থেকে আজ দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তিনি আরো বলেন, অবিলম্বে এই গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।

বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক ছনি সরকার বলেন, ‘মানবতার ধোঁয়া তোলা যে সমস্ত শক্তিধর দেশগুলো মানবতার কথা বলে, তাদের ভিতরেই তো মানবতার লেশমাত্র নেই। মুখেই শুধু মানবতার কথা বলে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, ফিলিস্তিনের গাজার শিশু-নারীসহ সকল জনগণের উপর নির্বিচারে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, পরবর্তী প্রজন্মের জন্য তা খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। ইতিহাস কী মুছে যাবে? নাকি করুণ ইতিহাস পৃথিবীর কাছে লজ্জিত হবে? সর্বোপরি এই গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছি ।

দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বান্ধাইখাড়া টেকনিক্যাল কলেজের লাইব্রেরিয়ান জহুরুল ইসলাম বলেন, “একজন শিক্ষক হিসেবে শিশুদের চোখের দিকে তাকিয়ে আমি ভাবি, গাজার শিশুরাও তো আমাদেরই মতো। কিন্তু তারা প্রতিনিয়ত মৃত্যুভয়ে আছে।

আমরা নীরব থাকতে পারি না। এই দোয়া আমাদের বিবেকের প্রতিধ্বনি।

আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ
আত্রাই :: নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং নির্মূলে কমিউনিটি পুলিশিং বিষয়ক বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, কিশোরগ্যাং, আতœহত্যা রোধ, বাল্যবিবাহ, ইফটিজিং ও নারী নির্যাতন বিরোধী এ বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার এসআই রজব আলী, এ এস আই আশরাফুল, উপজেলা বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।





আর্কাইভ