
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে বাংলা নববর্ষের বর্ণিল শোভাযাত্রা
রাঙামাটিতে বাংলা নববর্ষের বর্ণিল শোভাযাত্রা
মোস্তফা রাজু :: বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী নানা আয়োজন।
১লা বৈশাখ সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রার পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে লোকজ মেলা ও দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নববর্ষ আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। পুরনো বছরের দুঃখ-বেদনা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এই ঐতিহ্য শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং নতুন প্রজন্মের কাছে এবং বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের।নববর্ষের এই উৎসব রাঙামাটির মানুষের মাঝে একত্রিত হওয়ার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার একটি উজ্জ্বল সুযোগ। শোভাযাত্রা ও লোকজ মেলায় স্থানীয় সংস্কৃতির রঙিন প্রকাশ ঘটেছে, যা নতুন বছরের আনন্দকে আরও গভীর করেছে।