
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি জামাল ও সম্পাদক প্রিয়তোষ
চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি জামাল ও সম্পাদক প্রিয়তোষ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ স্টাফ এসোসিয়েশনের নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। আজ ২২ এপ্রিল মঙ্গলবার ২০২৫ চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর ও স্টাফ এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।
এতে সভাপতি পদে মো. জামাল উদ্দীন এবং সাধরাণ সম্পাদক হিসেবে প্রিয়তোষ চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ শাহ আলম মিয়া, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন সম্পাদক কুলসুমা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, অর্থ সম্পাদক মো. সাকিবুল আলম, দপ্তর সম্পাদক আবু মুনছুর, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল হোসেন, ধর্ম সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির খান, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দীন, সাংষ্কৃতিক সম্পাদক ছোটন কান্তি দে (অনিক), মহিলা বিষয়ক সম্পাদিকা শাকিলা সুলতানা এবং নির্বাহী সদস্য পদে মো. আবুল কাসেম, মো. এরশাদ মিয়া, মো. জহিরুল ইসলাম, মো. নাজমুল হোসেন এবং মো. মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, নির্বাচন কমিশনার ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার ও সিনিয়র ক্যাটালগার মুহাম্মদ ছাবের এবং নির্বাচন কমিশন সচিব ছিলেন সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ ফজলুল হক।