বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জাতীয় » আই ই টি স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাবনা জেলা প্রশাসনের অনধিকার চর্চা বহিঃপ্রকাশ - আবু হাসান টিপু
আই ই টি স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাবনা জেলা প্রশাসনের অনধিকার চর্চা বহিঃপ্রকাশ - আবু হাসান টিপু
নারায়ণগঞ্জ :: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাবনাকে জেলা প্রশাসনের অনধিকার চর্চা বলে আক্ষায়িত করেছেন বিদ্যালয়টির সাবেক ছাত্র ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আবু হাসান টিপু। তিনি বলেছেন শতবর্ষী এই বিদ্যালয়টি কেবল নারায়ণগঞ্জের বহু ইতিহাস ঐতিহ্যের আধারই নয়; এই বিদ্যালয়ের সাথে নারায়ণগঞ্জসহ সারা দেশের লাখো মানুষের শিক্ষা জীবনের স্মৃতি জড়িয়ে রয়েছে। এই লাখো মানুষের স্মৃতি বিজড়িত বিদ্যালয়টির নাম পরিবর্তনের প্রস্তাব করার আগে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উচিত ছিল বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-অভিভাবক ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে তার পর কোন প্রস্তাবনা ঠিক করা। ওনারা তা না করে একক ভাবে যে প্রস্তাবনা তৈরী করেছেন তা অপরিনামদর্শি ও অনধিকার চর্চা ছাড়া আর কিছুই না।
আবু হাসান টিপু আরও বলেন আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান লাখো শিক্ষার্থীর আবেগ নিয়ে খেলা করার কোন এখতিয়ার নিশ্চয় কোন আমলাকে দেয়া হয়েছে। আমলারা যা খুশি তাই প্রস্তাবনা তৈরী করবেন, সিদ্ধান্ত নিবেন আর জনগনকে তাই মেনে নিতে হবে; এটা কোন ভাবেই বরদাস্ত করা যায় না। তাদের মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী; মালিক নন।
আজ ১৩ অক্টোবর সকালে সাবেক ছাত্রদের এক প্রতিনিধিদল বিদ্যালয়ের নাম পরিবর্তন বিষয়ক তথ্যের সত্যতা যাচাই করার জন্য শিক্ষক ও কর্মচারীদের সাথে আলোচনা পরবর্তিকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত পর্যালোচনা সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, নূর নবী চৌধুরী স্বপন, শফিকুল ইসলাম আরজু, মাইনউদ্দিন বারী, মাজাহারুল ইসলাম, রাসেদুল হাসান, জাকির হোসেন, সাদেক সোবহান রাজন, দীপু প্রমূখ।