শুক্রবার ● ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাম্প্রদায়িক হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয় : ডা. জাফরুল্লাহ
সাম্প্রদায়িক হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয় : ডা. জাফরুল্লাহ
আজ ১৫ অক্টোবর শুক্রবার কুমিল্লায় মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও উদ্ভুত পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে যান ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীরমুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বীরমুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমূখ।
সকাল এগারোটায় পরিদর্শন টিম কুমিল্লায় উপস্থিত হলে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমনের নেতৃত্বে কুমিল্লার স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান ও সহযোগিতা করেন।
নেতৃবৃন্দ কুমিল্লা সদরের নানুয়া দীঘিরপাড়, দেশওয়ালী পট্টি, কাপড়িয়া পট্টি ও ঘোষগাঁও গ্রাম পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে টাউন হলের সামনে নেতৃবৃন্দ গণমাধ্যমের সাংবাদিকদের সাথে কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, অবস্থাদৃষ্টে এটা স্পষ্ট যে, ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির সংঘবদ্ধ চেষ্টা করছে এবং সরকার সহিংসতা এড়ানোর বদলে ছড়িয়ে দিতে সবরকম আয়োজন করেছে। এই ফ্যাসিবাদী সরকার বিভাজন ও সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। সরকারের অনুগত কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী সরকারের সাজানো ছক অনুযায়ী খেলছে। জনগণের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এই ধরনের সাম্প্রদায়িক হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের। সরকারের ব্যর্থতার কারণে এ সকল ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
তিনি আরো বলেন, পুলিশের ব্যর্থতা আছে। দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশদের সাসপেন্ড করা উচিত।