রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » স্থানীয় সরকারের তামাশাপূর্ণ সহিংস নির্বাচন এখন পুরোপুরি রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয়ে পর্যবসিত হয়েছে
স্থানীয় সরকারের তামাশাপূর্ণ সহিংস নির্বাচন এখন পুরোপুরি রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয়ে পর্যবসিত হয়েছে
গতরাতে শেষ হওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, স্থানীয় সরকারের নির্বাচন এখন পুরোপুরি রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয়ে পর্যবসিত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলসমূহের অধিকাংশই এই নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করলেও তামাশার এই নির্বাচন এখন সরকার দলের চর দখলের প্রতিযোগিতায় পরিনত হয়েছে।নিজেদের মধ্যে পেশীশক্তি প্রদর্শন আর দখলদারিত্বের সশস্ত্র সংঘাত নব্বই জন প্রাণ হারিয়েছেন।এইসব দুঃখজনক প্রানহানির দায়দায়িত্ব সরকার সরকারি দল ও নির্বাচন কমিশনকেই গ্রহণ করতে হবে।
সভার প্রস্তাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহবান জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত আরেক প্রস্তাবে বলা হয় জ্বালানি তেল নিয়ে সরকারের হটকারী সিদ্ধান্তে দেশবাসী জিম্মি হয়ে পড়েছে।সভায় অনতিবিলম্বে এই নিপীড়নমূলক গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার আহবান জানানো হয়।
সভায় অপর এক প্রস্তাবে পুরান ঢাকায় জুতা কারখানায় আগুনে পুড়ে ৫ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।প্রস্তাবে নিহতদের পরিবারসমূহকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের দাবি করা হয়।
সভায় আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২১ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক প্লেনাম ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক , কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, স্নিগ্ধা সুলতানা ইভা সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল প্রমুখ।