শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » জলবায়ুর পরিবর্তন দেশের দক্ষিনাঞ্চলে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে চলেছে : সাইফুল হক
জলবায়ুর পরিবর্তন দেশের দক্ষিনাঞ্চলে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে চলেছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জলবায়ুর পরিবর্তন দেশের দক্ষিনাঞ্চলে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে চলেছে। ইতিমধ্যে দক্ষিনাঞ্চলের বিস্তির্ণ এলাকা জুড়ে মাটি,পানি ক্রমে দুষিত হয়ে উঠছে।লবনাক্ততায় কৃষি জমি ফসলের জন্য অনুপযুক্ত হয়ে পড়ছে।অপরিকল্পিত বাঁধ জলাবদ্ধতাসহ নানা সংকট তৈরী করছে।প্রাণ - প্রকৃতি - জীববৈচিত্র গুরুতর হুমকিতে রয়েছে। রামপালে সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সমুদয় বিপর্যয় আরও বাডিয়ে তুলছে।তিনি দক্ষনাঞ্চলের বহুমাত্রিক এসব বিপর্যয় প্রতিরোধে ও এই অঞ্চলের মানুষের টেকসই জীবন - জীবিকা রক্ষাকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে “দক্ষিনাঞ্চল রক্ষায় জাতীয় টাস্কফোরস” গঠনে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে তিনি জলবায়ু তহবিলের টাকা নিয়ে নয় - ছয় বন্ধ করারও দাবি জানান।
আজ সকালে খুলনায় শিববাড়ীতে অনুষ্ঠিত পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত আহবান জানান।
পার্টির প্রবীণ নেতা মুনিরুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ, খুলনা পার্টির সংগঠক শহীদুল ইসলাম, নিতাই হ্রিষি, শাহাদাত হোসেন, আবু মুসা, মোঃ রুবেল আল আমিন হোসেন প্রমুখ।
সভায় মুনিরুল হক বাচ্চুকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট পার্টির জেলা আহবায়ক কমিটি পুনর্গঠিত করা হয়।
সভায় গৃহীত প্রস্তাবে অনতিবিলম্বে বন্ধ রাষ্ট্রায়ত্ব পাটকল চালু ও শ্রমিকদের সকল বকেয়া বেতন ভাতা পরিশোধ করারও আহবান জানানো হয়।