বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » হীনমন্যতার কারণে সরকার ও শাসকশ্রেণী ভাসানীকে আড়ালে রাখতে চায়
হীনমন্যতার কারণে সরকার ও শাসকশ্রেণী ভাসানীকে আড়ালে রাখতে চায়
আজ দুপুরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মজলুম জননেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর আপোষহীন সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, ঢাকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, জোনায়েত হোসেনসহ মহানগর নেতৃবৃন্দ।
এর আগে আজ সকালে টাংগাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পার্টির সংগঠক কামরুজ্জামান ফিরোজ এর নেতৃত্বে পার্টির টাংগাইল জেলার সদস্যরা মওলানার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মওলানার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, মওলানা ভাসানী ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য স্বত্তা।হীনমন্যতার কারণে সরকার ও শাসকশ্রেণী তাকে যথাসম্ভব আড়ালে রাখতে চায়।কিন্তু মওলানা বেঁচে থাকবেন এদেশের মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে।