সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুখোশবাহিনী কর্তৃক নারী ধর্ষণ ঘটনায় নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন
মুখোশবাহিনী কর্তৃক নারী ধর্ষণ ঘটনায় নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন
সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়িতে এক নারীকে সেনাসৃষ্ট সন্ত্রাসীচক্র মুখোশবাহিনী কর্তৃক গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দুর্বৃত্তদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আজ সোমবার ৪ জুলাই ২০২২ হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এক যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেত্রীদ্বয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পাহাড়িদের সমাজে অতীতে কখনই এমন ঘটেনি, ‘ধর্ষণ’-এর প্রতিশব্দও নেই। পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন ও সেটলার পুনর্বাসনের পর থেকে নারী ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এ দুষ্কর্মের সাথে সাম্প্রতিক কালে যুক্ত হয়েছে সেনা সৃষ্ট নব্যমুখোশ বাহিনী। ফলে পাহাড়ে নারী নিরাপত্তা আরও বেশি হুমকির সম্মুখীন হয়েছে।
মূলত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী সংস্থা ও তাদের মদদপুষ্টরাই ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হয় মন্তব্য করে নারী নেত্রীদ্বয় আরও বলেন, সেনাসৃষ্ট মুখোশবাহিনীর পাণ্ডারা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার ব্যবসায়ী আব্দুল কাদের (৪৫) অপহরণ থেকে শুরু করে অফিস-আদালত, হাটে-বাজারে নিরাপত্তা বাহিনী ও পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায় করে সাধারণ মানুষের জীবনে উৎপাত করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। এতে আস্কারা পেয়ে তাদের অপকর্ম সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার পরিণতি হচ্ছে সাম্প্রতিক কালে ধর্ষণ ঘটনা। সময় থাকতে দুর্বৃত্তদের প্রতিহত করা না গেলে ভবিষ্যতে এর পরিণাম আরও খারাপ হবে বলে নারী নেত্রীদ্বয় মন্তব্য করেন এবং চিহ্নিত দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ জুন ২০২২ সেনাসৃষ্ট মুখোশবাহিনীর চার জন দাগী আসামী পিন্টু চাকমা, জ্যাকশন চাকমা ও সাধু চাকমা দেওয়ান পাড়া নামক স্থানে এক নারীকে বান্ধবীর বাসা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে ভিকটিম অভিযোগ করেন। ঘটনার বিবরণে প্রকাশ, দুর্বৃত্তরা উক্ত নারীকে মারধরও করেছে। এ নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। চিহ্নিত ধর্ষকরা আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয়-প্রশ্রয়ে ঘোরাফিরা করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।