বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ র্যাব-৬’র হাতে আটক
ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ র্যাব-৬’র হাতে আটক
ঝিনাইদহ প্রতিনিধি :: ফেনসিডিলসহ র্যাব-৬’র হাতে আটক হয়েছেন হাফিজুর রহমান চঞ্চল নামে এক যুবক। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। হাফিজুর রহমান চঞ্চল সদর উপজেলার চুটলিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে। ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চঞ্চল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের তেতুলতলা বাজার এলাকায় র্যাব তল্লাসী চৌকি বসায়। রাতে মটরসাইকেল নিয়ে চঞ্চল সেখানে উপস্থিত হলে র্যাব-৬ তাকে আটক করে। তার দেহ তল্লাসী করে ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার ঝিনাইদহ সদর থানায় তার নামে মাদক আইনে একটি মামলা হয়েছে।
ঝিনাইদহ-মাগুরা আসনের সাবেক এমপি শাহানা রহমান রানীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
ঝিনাইদহ :: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (ঝিনাইদহ-মাগুরা) সাবেক এমপি ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি শাহানা রহমান রানী আর নেই। তিনি বুধবার (৬ জুলাই) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ছিলেন। ক’বছর আগে তিনি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিলেন। শাহানা রহমান রানী ২০০১ সালে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা মহিলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ছিলেন। বুধবার দুপুরে ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা বেগম জানান, শাহানা রহমান রানী বেশ কিছুদিন ধরে ব্রেইন ষ্ট্রোক করে কোমায় ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার মরহুমার স্মরণে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মহিলা দল দলীয় কার্যালয়ে দোয়ার মাহফিলের আয়োজন করেছে। এদিকে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা রহমান রানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও জেলা মহিলাদলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানান, তাঁর মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠককে হারালো।
ঝিনাইদহ র্যাব-৬’র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ফরিদপুর সদর উপজেলার রামখন্ড গ্রামের হাশেম মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮) ও চতলসেনপাড়া গ্রামের মন্টু শেখের ছেলে ওবায়দুর রহমান। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান জানান, মাদক বিক্রির খবর পেয়ে সাধুহাটি এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। সেসময় সাধুহাটি ধর্মতলায় অভিযান চালালে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে ওবাইদুর রহমান ও শামীম মোল্লাকে আটক করে তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।
শৈলকুপায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদ থেকে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল আটক করতে উপজেলা প্রশাসন বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে। ভান্ডারীপাড়া থেকে বকশিপুর এলাকা পর্যন্ত চায়না জাল দিয়ে মাছ ধরে আসছিল এক শ্রেণির অমৎস্যজীবী ব্যক্তি। সেগুলোর অপসারন এবং কারেন্ট জাল জব্দ করে ও তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ বনি আমিন। এসময় অভিযানে আরো অংশ নেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার ও থানা পুলিশের সদস্যরা। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) জানান, চলতি বর্ষা মৌসুমে কুমার নদে বিভিন্ন স্থানে অবৈধ চায়না জাল দিয়ে মাছ নিধনের খবর পেয়ে বকশিপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছের বংশ বিস্তার ও জলজ প্রানী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না জাল আটক করে তা জব্দ করা হয় এবং পরে তা পুড়িয়ে ফেলা হয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার জাল ও অন্যান্য সামগ্রী রয়েছে। তিনি আরও বলেন, নদীতে এসব অবৈধ কারেন্ট জাল আটকের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল।
ঝিনাইদহে ঈদুল আযহায় অলস সময় পার করছেন ব্যাবসায়িরা
ঝিনাইদহ :: ঝিনাইদহে ঈদের কেনাবেঁচায় দোকানীদের ও বিপনি-বিতানে নেই তেমন ব্যস্ততা। দীর্ঘ একটি বছর পেরিয়ে আবার সামনে আসছে ঈদুল আযহা। আগামী ১০ জুলাই সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরবানি ঈদ, অর্থাৎ ঈদুল আযহা। অথচ ঝিনাইদহ জেলা শহর সহ ৬ উপজেলা শহর ও বাজারগুলোতে এবারের ঈদে কেনাকাটার কোনো আগ্রহ মানুষের মধ্যে উপলব্ধি করা যাচ্ছে না। ঈদের কেনাকাটার কোনো ছোঁয়া লাগেনি গার্মেন্টস, কসমেটিক্স, শাড়ী কাপর, জুতার দোকানে। জেলা শহরের বিপনি-বিতানে ঘুরে বোঝার উপায় নেই আর চার দিন পর ঈদুল আযহা। যেখানে কেনাবেচায় মুখরিত থাকার কথা সেখানে খরিদ্দারের অভাবে অলস সময় পাড় করছেন দোকানীরা। বুধবার ঝিনাইদহ শহরের ড্রেস ম্যান, ব্লু ড্রিম, টার্গেট, বন্ড সহ নামি-দামি বিপনি-বিতানে শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবীসহ হরেক রকমের পোশাক। শহরের মুজিব চত্বর এলাকা, মেটানির সামনে, পায়রা চত্বর এলাকা, পোস্ট অফিস মোড় এলাকা ও পৌরসভার সমনের বিভিন্ন পোশাকে সেজেছে গার্মেন্টস কাপড়ের দোকানগুলো। এনেছেন নতুন নতুন কালেকশনও। তবে এবারে বাজারে বেশিরভাগই রাখা হয়েছে সুতির কাপড়। ছেলে, মেয়ে, শিশুসহ সকলের জন্যই সব ধরনের পোশাক ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। এবারের কালেকশনগুলোর মধ্েয রয়েছে, ছেলে শিশুদের জন্য শার্ট, ফতুয়া, শর্ট স্লিভ, ফুল স্লিভ, লং প্যান্ট, কোয়ার্টার প্যান্ট ও বিভিন্ন রংঙের পাঞ্জাবী। এছাড়া মেয়ে শিশুদের জন্য রয়েছে, ফ্রক, পার্টি ফ্রক, ফ্যাশান টপস্, থ্রী পিচ, জ্যাম্প সূট, নীমা সেট, টপ বটম সেট, লং ও শর্ট স্লিভ শার্ট। পুরুষদের জন্য রয়েছে, হালকা ও টেকসই ফেব্রিকের তৈরী বিভিন্ন রংয়ের পাঞ্জামী কালেকশন, শার্ট, টি-শার্ট, ইজি কেয়ার শার্ট, পাজামা, ডেনিম প্যান্টস, জিন্স ও গ্যাবাডিং। মেয়েদের জন্য রয়েছে, থ্রী-পিচ, টু-পিচ, কাজ করা জর্জেট কামিজ, ডিসকস কামিজ, বিভিন্ন রংয়ের প্রিন্ট লং শার্ট, টপস, টিউনিকস, কামিজের জন্য রয়েছে এ্যামব্রোডারী স্ক্যান্টস পালাজ্জো, লেগিংস। এছাড়াও মেয়েদের জন্য রয়েছে নানা কালেকশনের বোরকা। মুহাইমিনুল,আজিজুল, আলাউদ্দিন নামের কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা বলেন, বাজারে এসেছিলাম ঘুরতে।ঈদের বেচাকেনা কেমন হচ্ছে সেটা দেখবার জন্যে এবং কিছু জিনিস কিনতে।অলস সময় কাটাতে শহরের সমবায় মার্কেটে দেখা গেছে এবারে দোকানীরা অনেক ভালো ভালো কালেকশন ম্যানেজ করেছেন। অথচ কেনাবেচা নেই তেমন একটা। ড্রেস ম্যানের ম্যানেজার তৌহিদ ও ব্লু ড্রিম এর ম্যানেজার মাহফুজ এর সাথে কথা বললে তারা জানান, এবার ঈদুল আজহায় তাদের দোকানে বেচাকেনা তেমন একটা নেই বললেই চলে। তাই তো অলস সময় পার করতে হচ্ছে। ড্রেস ম্যানের মালিক তরিকুল ইসলাম তারেক জানান, ঈদুল আজহায় মুলত মানুষ গরু, ছাগল কেনা কাঁটায় ব্যাস্ত থাকে তাই তেমন একটা বেঁচা বিক্রি হয়না।তারপরও কিছুকিছু বিপনি-বিতানে ঈদকে সামনে রেখে বেসরকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কেনাকাটা করতে এসে স্ত্রীর জন্য থ্রী-পিচ ও ছেলের জন্য থ্রী কোয়াটার প্যান্ট এবং নিজের জন্য একটি পাঞ্জাবী কিনেছেন। তিনি বলেন, একটু ঘুরতে এসে কাপড় পছন্দ হওয়ায় কিছু কেনাকানা করলাম। ঈদ উপলক্ষ্যে দাম একটু বেশি হলেও পণ্েযর মান অনেক ভালো। অন্যান্য বছরের তুলনায় এবছরের কালেকশনগুলো একটু বৈচিত্রময়। এর আগে মহিলা ক্রেতাদের পদচারনায় মুখরিত থাকতো জেলা শহরের বিভিন্নল কাপড়, কসমেটিক্স ও জুতার দোকানগুলো। ক্রেতাদের সন্তুষ্ট করার পাশাপাশি হাসি খুশি থাকতেন। এবারে কেনাবেঁচায় মন্দা ভাব থাকায় হাসি নেই দোকানীদের মুখে। বিক্রয়কারীরা বলেন, প্রতি বছর সকাল থেকে রাত অর্ধেক পর্যন্ত কেনাবেঁচায় ব্যস্ত সময় পার করতে হতো। এবছর ক্রেতার অভাবে অলস সময় পার করতে হচ্ছে। পোশাকের পাশাপাশি মন্দা ভাব পড়েছে জুতা ও প্রসাধনীর দোকানেও। কারন প্রতি বছর শাড়ী কাপড়ের সাথে ম্যাচিং করে কেনাবেচা হতো চুড়ি, নেইল পলিশ, ফিতা,ক্লিপ। জুতা, স্যান্ডেলও কিনতেন মেচিং করেই।