রবিবার ● ১৭ জুলাই ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ইদিলপুর শাক্যমুনি বিহার উন্নয়ন কমিটি গঠন
ইদিলপুর শাক্যমুনি বিহার উন্নয়ন কমিটি গঠন
রাউজান (উত্তর) প্রতিনিধি :: রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের সিদ্ধ মহাপুরুষ গোবিন্দ ঠাকুরে স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারে গত বৃহস্পতিবার ৭ জুলাই ২০২২ বিহার মিলনায়তনে এক সাধারণ সভায় বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা তথা সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বিহার অধ্যক্ষ বিমলানন্দ মহাথের ভিক্ষুকে প্রধান উপদেষ্টা করে প্রাক্তন সাধারণ সম্পাদককে সভাপতি, প্রাক্তন সাংগঠনিক সম্পাদককে সাধারণ সম্পাদক ও নয়ন বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ৫ বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট ইদিলপুর শাক্যমুনি বিহার উন্নয়ন কমিটি ২০২২-২০২৭ মেয়াদের জন্য সদস্যদের নাম প্রস্তাব করা হয়।
গত শুক্রবার ১৫ জুলাই ২০২২ বিকাল ৪ টায় উপস্থিত বিহারের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। কমিটির সদস্যবৃন্দরা হচ্ছে, সহ-সভাপতি অধ্যাপক (অবঃ) সুদর্শন বড়ুয়া, সহ-সভাপতি মাষ্টার কমল কান্তি বড়ুয়া, সহ-সভাপতি চন্দন কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক অমিরন বড়ুয়া কানু, যুগ্ম অর্থ সম্পাদক সৈকত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিপন বড়ুয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দীপক বড়ুয়া, ধর্মীয় সম্পাদক সুকোমল বড়ুয়া, দপ্তর সম্পাদক অজিত বড়ুয়া, যুগ্ম দপ্তর সম্পাদক রুপন বড়ুয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুব্রত বড়ুয়া, যুগ্ম আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সৈকত বড়ুয়া (ভুট্টো), প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়সেন বড়ুুয়া, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক স্নেহময় বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ বড়ুয়া, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক রমান বড়ুয়া, কার্যকরী সদস্য যথাক্রমে নিউটন বড়ুয়া, মিটুন বড়ুয়া, রুবেল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, রানা বড়ুয়া ও রকি বড়ুয়া।
সভায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক তাদের অভিব্যক্তি প্রকাশে বিহার উন্নয়নে গ্রামের সবাইকে সাথে নিয়ে বিহারের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে, বিহারকে একটি নান্দনিক বৌদ্ধ তীর্থে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন।