মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
রাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
গতকাল ১৫ আগস্ট ২০২২ সোমবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে রাবিপ্রবি প্রধান কার্যালয় ও স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমাসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর সকাল ১০টায় একাডেমিক ভবন এর সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে শোক দিবস দিবস উপলক্ষ্যে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা এবং মূল বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক ফারহা সুলতানা।
এছাড়া স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিটায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ইন-চার্জ) খোকনেশ্বর ত্রিপুরা।