শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » জাতীয় » সরকার মানুষের জীবন - জীবিকা নিয়ে খেলা করছে : সাইফুল হক
সরকার মানুষের জীবন - জীবিকা নিয়ে খেলা করছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন , বর্তমান সরকার ও শাসকশ্রেণীর দলগুলো আদর্শ ও নীতিহীনতায় রাজনীতিকে এক ধরনের বাণিজ্যে পরিনত করা হয়েছে , রাজনীতি দ্রুত অর্থ বিত্ত গড়ে তোলার বাহনে পরিনত করেছে। ক্ষমতায় থাকলে এখানে যা খুশী তাই করা যায়।তিনি বলেন, জনম্যান্ডেটহীন ও জবাবদিহিবিহীন সরকার চরম স্বেচ্ছাচারীভাবে দেশ চালাতে যেয়ে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে, সরকার পরিচালনায় ধারাবাহিক ব্যর্থতার নজির রাখছে।মানুষের জীবন জীবিকা নিয়ে তারা খেলা করছে।
তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে তারা ভোটের অধিকার - গণতন্ত্র সব কিছু বিসর্জন দিয়ে রাষ্ট্র রাজনীতিতে মাফিয়া আর দূর্বৃত্তদের রাজত্ব কায়েম করেছে, ভারতে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মত বাংলাদেশকে এখন লুটের বাজারে পরিনত করা হয়েছে।
এই পরিস্থিতিতে খন্দকার আলী আব্বাসের মত সংগ্রামী আর ত্যাগী রাজনীতিকদের আজ অনেক বেশী প্রয়োজন। তিনি বলেন, খন্দকার আলী আব্বাসের বিপ্লবী জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে।
আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি সংগ্রামী জননেতা খন্দকার আলী আব্বাসের ১১ তম মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যেয়ে অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
এই আগে বিপ্লবী জননেতা খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, এপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ, বজলুর রশিদ ফিরোজ এর নেতৃত্বে বাসদ এর নেতৃবৃন্দ,আবুল কালামের নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ, জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ,রাষ্ট্র সংস্কার আন্দোলন , ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদী, বিপ্লবী কৃষক সংহতি,বিপ্লবী শ্রমিক সংহতি, খেতমজুর ইউনিয়ন, সংহতি সংস্কৃতি সংসদ,বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতিসহ বিভিন্ন দল ও শ্রেণী- পেশার নেতৃবৃন্দ।
সভার শুরুতে খন্দকার আলী আব্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে সকালে ঢাকার নবাবগঞ্জে পার্টির নেতা শাহাদাৎ হোসেন খোকন ও নাসিরুদ্দিন এর নেতৃত্বে নেতা কর্মীরা তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।বিভিন্ন জেলায়ও কর্মসূচী গ্রহণ করা হয়।