শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » অর্থনীতি » রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান অব্যহত
রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান অব্যহত
স্টাফ রিপোর্টার :: আজ ২০ আগস্ট শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের কর্তৃক রাঙামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই উপজেলা ইউএনও এর সার্বিক সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রানা দেব নাথ কাপ্তাই উপজেলার চিৎমরম বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
এসময়ে পণ্যের মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষন ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে চিৎমরম বাজারের হামিদ ষ্টোরকে ২ হাজার, রিনা ষ্টোরকে ১ হাজার টাকা ও সজল ষ্টোরকে ১ হাজার টাকা সহ ৩ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করাসহ স্থানীয়দের মধ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে কালিন স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ ও চন্দ্রঘোনা থানা পুলিশের একটিদল উপস্থিত ছিলেন।
এছাড়া গতকাল ১৯ আগস্ট শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের কর্তৃক রাঙামাটি জেলা প্রশাসক এবং সদর উপজেলা ইউএনও এর সার্বিক সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রানা দেব নাথ রাঙামাটি পৌর এলাকার বনরুপা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
বনরুপা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা কালিন ভোক্তাদের কাছ থেকে ডিমের দাম ১২ টাকার বেশী না রাখতে পাইকারি ডিম বিক্রেতা মো. আনোয়ার ও মো. নাসিরকে সর্ত করেন।
এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়। লিফলেট বিতরণ করা হয়।
রাঙামাটির বনরুপা বাজারে অভিযানকালিন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়া ও কোতয়ালী থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এসময় নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করাসহ স্থানীয়দের মধ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিফলেট বিতরণ করা হয়।
রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রানা দেব নাথ জানান, রাঙামাটিতে কোন ব্যবসায়ী যদি প্রতিটি ডিমের মূল্য ১২ টাকা থেকে বেশী নিলে ০১৩১৮৩৯৬৯৫০ মোবাইল নাম্বারে ভোক্তাগণ অভিযোগ জানাতে পারবেন। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।